ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হাজারীবাগে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, এপ্রিল ২২, ২০১৯
হাজারীবাগে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর হাজারীবাগ সনাতনগড় এলাকা থেকে মো. শাহজাহান (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া বাংলানিউজকে জানান, সনাতনগড় এলাকায় একটি রুম নিয়ে একা থাকতেন শাহজাহান।

তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল। দু’দিন ধরে তিনি রুম থেকে বের হচ্ছিলেন না। খবর পেয়ে দুপুরে রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।  

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এমএমআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।