ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে সংঘর্ষ, আহত ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, এপ্রিল ২২, ২০১৯
স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে সংঘর্ষ, আহত ১১ সংঘর্ষে আহত হয়েছেন নারীসহ ১১ জন। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: পঞ্চগড়ে স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন । এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২২ এপ্রিল) সকালে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।  

পুলিশ সূত্রে জানা যায়, বাবুল ও প্রতিবেশি তফিজুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো।

সোমবার সকালে বাবুল ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হলে তাদের থামাতে যান তফিজুল। এসময় ঝগড়া থামানোর বদলে উল্টো বাবুল ও তফিজুলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। এতে নারীসহ ১১ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে পাঁচজনকে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুজ্জামান শাহিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
একে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।