ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বড়লেখায় কালবৈশাখী ঝড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, এপ্রিল ১৫, ২০১৯
বড়লেখায় কালবৈশাখী ঝড়ে বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় কালবৈশাখী ঝড়ে নিমার মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌরনগর এলাকায় এ ঘটনা ঘটে।

দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য রিয়াজ উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে কালবৈশাখী ঝড়ের সময় বৃদ্ধ নিমা ঘর থেকে বের হচ্ছিলেন।

এসময় ঝড়ের তাণ্ডবে ঘরের পাশে থাকা আম গাছের একটি বড় ডাল ঘরের উপর ভেঙে পড়ে। এতে তিনি আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বলেন,  উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা নিহতের দাফনের জন্য উপস্থিত সরকারি অনুদান দেওয়ার চেষ্টায় আছি।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।