ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

পথশিশুদের সঙ্গে নববর্ষ উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, এপ্রিল ১৫, ২০১৯
পথশিশুদের সঙ্গে নববর্ষ উদযাপন

ঢাকা: বাংলা নববর্ষের আয়োজন চারিদিকে। রাজধানীর আগারগাঁওয়ের এ আয়োজনটা ছিলো ভিন্ন। দেড়শোর বেশি সুবিধাবঞ্চিত পথশিশু খাওয়া-দাওয়া ও উল্লাস করছে নববর্ষের আনন্দে। 

স্বদেশ মৃত্তিকা ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানে যোগ দিয়েছেন নানান পেশার মানুষ। এ ফাউন্ডেশন শতাধিক পথশিশুদের শিক্ষার দায়িত্ব নিয়ে কাজ করে চলছে গত কয়েক বছর ধরে।

 

আয়োজনের মধ্যে ভিন্ন ছিলো সিনিয়র সহকারী সচিব ও নবীন কথাসাহিত্যিক মনদীপ ঘরাইয়ের উদ্যোগ। তিনি তার নববর্ষ ভাতার পুরোটাই তুলে দিয়েছেন তাদের হাতে।

এ বিষয়ে মনদীপ ঘরাই বলেন, টাকাটা সামান্য জানি, প্রয়াসটা মন থেকে। নববর্ষ ভাতা তো দেওয়া হয় উৎসব উদযাপনের জন্য। এর চেয়ে ভালোভাবে উদযাপন কি আর সম্ভব? আমার প্রয়াস তাদের মুখে হাসি ফোটালেই নববর্ষ সত্যিকার অর্থে শুভ হবে।

এ বিষয়ে স্বদেশ মৃত্তিকা ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান আকবর হোসেন বলেন, আজকের এ আয়োজন সুবিধাবঞ্চিত শিশুদের কথা চিন্তা করে। আমরা সবসময় তাদের পাশে আছি।  

অনুষ্ঠানস্থলে দেখা মেলে বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের। তিনি বলেন, সব শুভ উদ্যোগের সঙ্গে আছি সবসময়। আমরা বেতার থেকেও আলোকিত উদ্যোগগুলো নিয়ে আলোকবর্তিকা নামে একটি প্রয়াস নিয়ে এগিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।