রোববার (১৪ এপ্রিল) রাত ১১টা দিকে বরগুনা সদর উপজেলার গাজী মাহমুদ এলাকার বেড়িবাঁধ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদার।
গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) ১১টার দিকে পর্যটন কেন্দ্র হরিণঘাটা বনে নিয়ে জলিল ‘বিয়ের প্রলোভন দেখিয়ে’ ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে একটি মামলা দায়ের করেন সেই ছাত্রীর মা।
মামলার তদন্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান রাতে বাংলানিউজকে বলেন, প্রযুক্তির মাধ্যমে জলিলকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত রাতে মঠবাড়িয়ায় তার এক আত্মীয়ের বাড়িতে অভিযান চালানো হয়েছিল।
বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এইচএ/