ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বৈসু উৎসব: ১০০ বয়োজ্যেষ্ঠকে নতুন বস্ত্র উপহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১০, এপ্রিল ১৫, ২০১৯
বৈসু উৎসব: ১০০ বয়োজ্যেষ্ঠকে নতুন বস্ত্র উপহার খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বিসিকাতাল উৎসব, ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে তিন দিনব্যাপী হারি বৈসু, বৈসুমা ও বিচিকাতাল উৎসবের শেষদিনে একশ বয়োজ্যেষ্ঠকে নতুন বস্ত্র উপহার দিয়েছেন তাদের সন্তানেরা।

রোববার (১৪ এপ্র্রিল) সকালে খাগড়াছড়ির নয়মাইল নিম্ন মাধ্যমিক স্কুল মাঠে এ ভিন্নধর্মী আয়োজন করা হয়। স্থানীয়রা মিলে এ আয়োজন করে।

মূলত ত্রিপুরা সম্প্রদায়ের বিসিকাতাল উৎসবের দিনে মা-বাবাকে স্নান করিয়ে আর্শিবাদ নেওয়ার রীতি থাকলেও এবার গ্রামের সব বয়স্কদের নিয়ে তৃতীয়বারের মত এমন আয়োজন করেছেন নয়মাইল এলাকার বাসিন্দারা। জানা গেছে, এবার গ্রামের ১০০ বয়োজ্যেষ্ঠকে একসঙ্গে স্নান করিয়ে তাদের নতুন বস্ত্র উপহার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- ত্রিপুরা কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক হরিপদ ত্রিপুরা, নয়মাইল ত্রিপুরা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি কৃষ্ণ ত্রিপুরা, প্রধান শিক্ষক তপু ত্রিপুরা, ত্রিপুরা সংসদের সদর শাখার সভাপতি কাজল বরণ ত্রিপুরা, জয় প্রকাশ ত্রিপুরা প্রমুখ।
 
অনুষ্ঠানে বিভিন্ন ধরনের খেলাধুলা, পাচন রান্না প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।