ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

নানা আয়োজনে দেশজুড়ে বর্ষবরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৮, এপ্রিল ১৫, ২০১৯
নানা আয়োজনে দেশজুড়ে বর্ষবরণ

ঢাকা: নানা আয়োজনে দেশজুড়ে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ-১৪২৬। আবহমান বাংলার গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে আনন্দ উৎসবে মেতে উঠেছে সবাই।

বাংলানিউজের স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

সিলেট: ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ গীতিকবিতার সুরের মুর্ছনা আজ চারিদিকে। সুন্দর আগামীর প্রত্যাশায় ১৪২৬ বঙ্গাব্দকে বরণ করলো সিলেটের মানুষ।

সব গ্লানি পেছনে ঠেলে নতুনের আবাহনে সকাল থেকে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে সম্পন্ন হয় বর্ষবরণ অনুষ্ঠান।

চট্টগ্রাম: নানা আয়োজনের চট্টগ্রামে বাংলা নবর্ষকে বরণ করে নেওয়া হয়েছে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য চিরচেনা এই উৎসবে শামিল হয়েছিলেন ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-অভিভাবকরা। সকালে সবার অংশগ্রহণে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এরপর একে একে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, স্মৃতিচারণ, গান, নাচ, লোকজ মেলাসহ নানা আয়োজন।

রাজশাহী: সাম্প্রদায়িকতা রুখে দেওয়ার প্রত্যয়ে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রাজশাহীতে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। সকাল সাড়ে ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের হয়। রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে রিভারভিউ কালেক্টরেট স্কুলে গিয়ে শেষ হয়।

খুলনা: ঢোল, ডুগডুগি বাজিয়ে পথে পথে বিপুল উচ্ছ্বাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভেদাভেদ ভুলে নববর্ষকে বরণ করে নিয়েছে খুলনাবাসী। সকালে খুলনা বিভাগীয় জাদুঘর চত্বরের বকুলতলায় বৈশাখী গানের মধ্যদিয়ে বর্ষবরণের সূচনা করা হয়। পরে নগরের শিববাড়ি মোড়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বরিশাল: ঢাকের তালে তালে রাখি বন্ধন, আর মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নতুন বাংলা বর্ষকে বরণ করে নিয়েছে বরিশালবাসী। সকালে ৭টায় জেলা প্রশাসনের আয়োজেনে বঙ্গবন্ধু উদ্যান থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ চত্বরে গিয়ে শেষ হয়।

সাতক্ষীরা: বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

নওগাঁ: বর্ণিল আয়োজনে নওগাঁয় উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জিলা স্কুল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। জেলা সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিলের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

জয়পুরহাট: নববর্ষ উপলক্ষে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।  

মৌলভীবাজার: অমঙ্গলের বিরুদ্ধে মানবিক বাংলার প্রত্যয়ে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মৌলভীবাজারে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

চুয়াডাঙ্গা: বর্ণিল শোভাযাত্রা ও নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় নতুন বর্ষবরণ উদযাপন করা হয়েছে। সকালে জেলার চাঁদমারী মাঠ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়।  

বাগেরহাট: নানা আয়োজনে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাগেরহাটে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। এতে জেলা প্রশাসন, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেয়।  

নরসিংদী: বর্ষবরণ উপলক্ষে সকালে মনোহরদী উপজেলা কমপ্লেক্স থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী সরকারি ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়। পরে কলেজ প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাবি: বর্ণিল ও নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদযাপন করা হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে সকালে রাজশাহীর সবচেয়ে বড় মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটির উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক মো. আব্দুস সোবহান।  

ভোলা: নানা আয়োজনের মধ্যে দিয়ে ভোলায় উদযাপন করা হয়েছে বর্ষবরণ উৎসব। দিনটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পটুয়াখালী: বাংলা নববর্ষ উপলক্ষে পটুয়াখালীতে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণা খেলাঘর আসরে গিয়ে শেষ হয়।

মাগুরা: নববর্ষ উপলক্ষে মাগুরায় নোমানী ময়দান থেকে মঙ্গল শোভাযাত্রা  করেছে জেলা প্রশাসন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোমানী ময়দান গিয়ে শেষ হয়।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পুরাতন স্টেডিয়াম থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গৌরাঙ্গবাজার, রথখলা ও আখড়াবাজার হয়ে শহর প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

লালমনিরহাট: নানা কর্মসূচির মধ্য দিয়ে লালমনিরহাটে বাংলা নববর্ষ উদযাপন কর হয়েছে। সকালে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রার বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেখ রাসেল শিশু পার্ক চত্বরে গ্রামীণ মেলায় গিয়ে শেষ হয়।

নীলফামারী: নীলফামারীতে বর্ণিল আয়োজনে উদযাপন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪২৬। সকালে জেলা প্রশাসক নাজিয়া শিরিনের নেতৃত্বে ঢাক ঢোল, ব্যানার, ফেস্টুন, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, কুলা, ডালি, এবং পালকিতে করে বর-কনে সেজে পহেলা বৈশাখের প্রথম প্রহরে মঙ্গল শোভাযাত্রা করা হয়।

হবিগঞ্জ: হবিগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে শোভযাত্রা বের হয়। শোভযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নানা রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাঙালী ঐতিহ্যের নানা উপকরণ নিয়ে মঙ্গল শোভযাত্রা করা হয়। পরে শহরের মুক্তির সোপান, শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম, স্বাধীনতা স্কয়ার, গৌরী আরবান স্কুল, রেনেসাঁ ক্লাব, চৌরাস্তা মোড়, গণপূর্ত চত্বরসহ বিভিন্ন এলাকায় বাউল গানে মাতিয়ে তোলে সিরাজগঞ্জবাসীকে।

মেহেরপুর: নানা আয়োজনের মধ্যে দিয়ে মেহেরপুরে পালন করা হচ্ছে পহেলা বৈশাখ। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ড.শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।  

মধুপুর (টাঙ্গাইল): মঙ্গল শোভাযাত্রা, পান্তা পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী বাংলা বর্ষবরণে নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকালে মধুপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।

মাদারীপুর: নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে মাদারীপুরে। বৈশাখের প্রথম প্রহরে শহরের শকুনি লেকেরপাড়ের কয়েকটি স্থানে গানে গানে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। পরে লেকেপাড়ের ‘স্বাধীনতা অঙ্গন’ থেকে জেলা প্রশাসন ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে আলাদা মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

নড়াইল: বাংলা নববর্ষকে বরণ করতে নড়াইল জেলা প্রশাসন, বর্ষবরণ উদযাপন পর্ষদসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে ছয় দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

ব্রাহ্মণবাড়িয়া: বাংলা নববর্ষ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে সাত দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে। সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মঙ্গল প্রদ্বীপ জ্বেলে ৩৩তম উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।