ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বৈশাখে হাতিরঝিলে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৭, এপ্রিল ১৫, ২০১৯
বৈশাখে হাতিরঝিলে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় হাতিরঝিলে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাঙালির শ্রেষ্ঠ সার্বজনীন প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ রোববার (১৪ এপ্রিল) উদযাপিত হচ্ছে সারাদেশে।

বর্ষবরণ উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নগরবাসীরা ঘুরতে আসেন হাতিরঝিলে। বৈশাখের বিকেলে হাতিরঝিল যেন দর্শনার্থীর মিলনমেলায় পরিণত হয়েছে।

এইদিনে রাজধানীর হাতিরঝিলে সরেজমিনে ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

পরিবার পরিজন নিয়ে মোহাম্মদপুর থেকে হাতিরঝিলে ঘুরতে এসেছেন মো. আমানত আলী ।

তিনি বাংলানিউজকে বলেন, বৈশাখের দিনে পরিবার-পরিজন নিয়ে একটু ঘুরতে এলাম হাতিরঝিলে। আমাদের বিনোদনের জন্য তেমন কোনো খোলা জায়গা নেই এই শহরে। সবখানেই মানুষের আনাগোনা। আমার পরিবারের কাছে হাতিরঝিলে বেশি খোলামেলা লাগে, ভালো লাগে। তাই ঘুরতে চলে এলাম। হাতিরঝিলে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।  ছবি: বাংলানিউজএকটি বিশ্ববিদ্যালয় ছাত্রী ফারজানা মিলি বাংলানিউজকে বলেন, বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে এসেছি। এসে দেখছি প্রচুর ভিড়। বৈশাখে এতো ভিড় হয়নি হাতিরঝিলে। আগে জানা ছিলো না। ভালোই লাগছে বিকেলটা। ভিড় কম হলে ভালো লাগতো।

পুরান ঢাকা থেকে হাতিরঝিলে এসেছেন আবু সুফিয়ান ।

তিনি বাংলানিউজকে বলেন, নগরবাসীদের তেমন কোনো ঘুরতে যাওয়ার জায়গা নেই।  হাতিরঝিলের পরিবেশটা খুব ভালো লাগে। এখানকার একেক পাশের স্থান একেক রকম লাগে। এখানে একটু ভিন্নতা আছে। বিকেলে এক রকম, সন্ধ্যায় আরেক রকম হাতিরঝিল। তাই এখানে আসা।

লাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।