ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

নিয়ন্ত্রণ এসেছে মিরপুরের ১০ তলা ভবনের আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৯, এপ্রিল ১৪, ২০১৯
নিয়ন্ত্রণ এসেছে মিরপুরের ১০ তলা ভবনের আগুন

ঢাকা: রাজধানীর মিরপুর ১৪ নম্বরের পুলপাড় এলাকায় একটি ১০ তলা ভবনের ছয়তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কর্মীদের প্রচেষ্টায় রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন আসে। আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা, ছবি: বাংলানিউজআগুন নিয়ন্ত্রণের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দফতরের টেলিফোন অপারেটর ফরিদ মিয়া।

তিনি জানান, বিকেলে মিরপুর ১৪ নম্বরের পুলপাড় এলাকায় একটি ১০ তলা ভবনের ছয়তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে বিকেল ৫টা ৫মিনিটে ওই এলাকায় একটি ১০ তলা ভবনের ছয়তলায় এ আগুনে সূত্রপাত হয় বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এজেডএস/এএটি

***এখনও নিয়ন্ত্রণে আসেনি মিরপুরে ১০ তলা ভবনের আগুন

*** ১০ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।