রোববার (১৪ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ধানমন্ডি ২৭, ৩২ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
এতে অংশগ্রহণকারীদের হাতে ছিল বাঘ, ময়ূর, হাতি, পায়রার প্রতিকৃতি। এছাড়া অংশগ্রহণকারীরা অনেকেই হাতে মুখোশ বহন করে বাংলা লোকজ সংস্কৃতির বিভিন্ন মোটিভ তুলে ধরেন। শোভাযাত্রার প্রতিপাদ্য করা হয়েছে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ‘ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও’ গানের চরণটি।
উৎসব আয়োজনের বিষয়ে চারুকলা বিভাগের চেয়ারম্যান শাহজাহান আহমেদ বিকাশ বাংলানিউজকে বলেন, ২০০৩ সাল থেকে আমরা বাংলা শোভাযাত্রার আয়োজন করে থাকি। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বাংলাদেশের সব চারুকলায় এটি ছড়িয়ে পড়ে। কিন্তু ভিড়ের কারণে অনেকের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের সুযোগ হয় না।
‘ধানমন্ডিবাসীও যেন এই উৎসবের স্বাদ গ্রহণ করতে পারে সেই চিন্তা থেকে বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে আমরা এই আয়োজনের উদ্যোগ গ্রহণ করি। এতে শিক্ষক কর্মকর্তা-কর্মচারী মাসব্যাপী কাজ করে থাকে। তাদের অর্থায়নে বাইরের কোনো অনুদান ছাড়া এটি সম্পাদিত হয়। ’
শোভাযাত্রা ছাড়াও ইউডা চারুকলা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় বিকাল ৫টা পর্যন্ত গান, নাচ চলবে।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এসকেবি/এমএ