ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

না’গঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, এপ্রিল ১৪, ২০১৯
না’গঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৬ বরণ করা হয়েছে।

শিশু কিশোর সংগঠন ও খেলাঘরের আয়োজনে রোববার (১৪ এপ্রিল) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট মাঠে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক রাব্বী মিয়া, অতিরিক্ত জেরা প্রশাসক জসিম হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলামসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তারা।  

পরে চাষাঢ়া শহীদ মিনার থেকে আরও একটি মঙ্গল শোভাযাত্রা বের করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। এছাড়া পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠন পৃথকভাবে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।