ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

ফেনী ইউনিভার্সিটির আইওটি ও রোবোটিক্স কর্মশালা শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৯, এপ্রিল ১২, ২০১৯
ফেনী ইউনিভার্সিটির আইওটি ও রোবোটিক্স কর্মশালা শুক্রবার ...

ফেনী: ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারনেট অব থিকংস (আইওটি) ও রোবোটিক্স শীর্ষক জাতীয় কর্মশালা। শুক্রবার (১২ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করবেন ফেনী ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস সত্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশিষ্ট মৎস্য বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ। কর্মশালায় ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট ও কলেজের সাড়ে পাঁচ’শ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

কর্মাশালায় প্রশিক্ষণ প্রদান করবেন, ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা অধ্যাপক এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ শামসুল আরেফিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান, বাংলাদেশ ওমেন ইন টেকনোলোজি’র সভাপতি, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সহ-সভাপতি ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ট্রেজারার ড. লাফিফা জামাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের আইওটি এক্সপার্ট ও সহযোগী অধ্যাপক মো. মনিরুল ইসলাম এবং বাংলাদেশ রোবোটিক্স ফাউন্ডেশনের রিচার্স অ্যান্ড ডেপেলপমেন্ট ম্যানেজার মো. আমিরুল ইসলাম।

কর্মশালা থেকে বাস্তব অভিজ্ঞতা নিয়ে অ্যাকাডেমিক পরীক্ষায় ভাল করার পাশাপাশি বাস্তব জীবনেও প্রয়োগ করার দারুণ সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন কর্মশালা আয়োজক কমিটির আহ্বায়াক, ফেনী ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মো. সাঈদ হোসেন পারভেজ।

কর্মশালার মিডিয়া হিসেবে থাকছে পার্টনার বাংলানিউজ২৪.কম ও দৈনিক ফেনীর সময়। এছাড়া সার্বিক সহযোগিতায় থাকবে রকমারি.কম।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৯
এসএইচডি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।