ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

বিজিএমইএর সভাপতি হলেন ড. রুবানা হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৭, এপ্রিল ১২, ২০১৯
বিজিএমইএর সভাপতি হলেন ড. রুবানা হক ড. রুবানা হক-ছবি: সংগৃহীত

ঢাকা: তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের দায়িত্ব পেলেন মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. রুবানা হক। তার সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে বিজিএমইএ পেলো প্রথম নারী সভাপতি।

পদের সংখ্যা ও মনোনয়নের সংখ্যা সমান হওয়ায় সংগঠনটির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন নির্বাচিতদের নাম ঘোষণা করেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিজিএমইএর এক সংবাদ বিজপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত নতুন সভাপতি রুবানার সঙ্গে নতুন পরিচালনা পর্ষদে প্রথম সহ-সভাপতি থাকছেন মোহাম্মদ আবদুস সালাম, এবং জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন ফয়সাল সামাদ।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন এস এম মান্নান কচি, এম এ রহিম ফিরোজ, আরশাদ জামাল দিপু, মশিউল আজম সজল এবং এ এম চৌধুরী সেলিম।

এর আগে গত শনিবার (৭ এপ্রিল) বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে ড. রুবানা হকের নেতৃত্বাধীন পূর্ণ প্যানেলে জয় পাওয়ার পর তার সভাপতি হওয়াটা নিশ্চিতই ছিল।

রুবানা হক বলেন, বিজিএমইএকে আমরা এমনভাবে গড়তে চাই যেখানে ছোট-বড় সব কারখানার অধিকার রাখা হবে। সেইসঙ্গে মালিক-শ্রমিকের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা হবে। ড. রুবানা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী।

এবার সমিতির ৩৫ জন পরিচালক নির্বাচনে ভোটার ছিলেন ১ হাজার ৯৫৬ জন, তার মধ্যে ১ হাজার ৪৯২ জন ভোট দেন।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
ইএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।