ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৬, এপ্রিল ১২, ২০১৯
স্পিকারের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সঙ্গে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাদের সাক্ষাৎ এ হয়।

সাক্ষাৎকালে স্পিকার এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সংসদ ও সংসদ সদস্যদের সম্পৃক্তকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

 

এসময় স্পিকার বলেন, সংসদ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপি যে সহযোগিতা এবং সমর্থন অব্যাহত রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

তিনি বলেন, সংসদীয় কমিটিগুলোর মাধ্যমে সংসদ সদস্যরা সরকারের নির্বাহী বিভাগের কার্যক্রম মনিটরিং করতে পারেন। সেক্ষেত্রে এসডিজি অর্জনে কোন মন্ত্রণালয় কি পদক্ষেপ নিচ্ছে, সে সম্বন্ধে সম্যক ধারণা পেতে পারেন সংসদ সদস্যরা। এর মাধ্যমে এসডিজি অর্জন সহজতর হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় সুদীপ্ত মুখার্জি সংসদ সদস্যদের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক প্রোগাম সম্বন্ধে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করেন। এসডিজির সঙ্গে সংসদ সদস্যদের সম্পৃক্ত করতে ইউএনডিপির প্রস্তাবিত কর্মশালা ও প্রশিক্ষণ প্রোগ্রামের বিভিন্ন বিষয় তিনি ব্যাখ্যা করেন। নারী সংসদ সদস্যদের সক্ষমতা বাড়াতেও ইউএনডিপি সংসদ সদস্যদের সঙ্গে কাজ করবে এ মর্মে তিনি স্পিকারকে আশ্বস্ত করেন।

এসময় ইউএনডিপির প্রকল্প ম্যানেজার ও সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।