ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা হলো না বৃদ্ধ শমসের আলীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩২, এপ্রিল ১১, ২০১৯
অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা হলো না বৃদ্ধ শমসের আলীর

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় শমসের আলী (৮৫) নামে এক বৃদ্ধের নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটায় পার্বতীপুর-দিনাজপুর সড়কের ঘুঘুরাতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শমসের আলী উপজেলার ঈসবপুর ইউনিয়নের দগরবাড়ি গ্রামের বাসিন্দা।

 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুরে শমসের আলী নামাজ শেষে বের হয়ে রাস্তার বিপরীতে এভারগ্রিন কমিউনিটি কিনিকে অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথার পেছনে গুরুতর আঘাত পান।  
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওই হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৪টার দিকে তিনি শমসের আলী মারা যান।

এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।