ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানজট 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, এপ্রিল ১১, ২০১৯
নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানজট 

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে বাইপাইল পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত হাজারও যাত্রী।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১২টা থেকে আট কিলোমিটার সড়কে উভয় পাশে এ যানজটর ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

সড়কে থেমে থাকা বেশ কয়েকজন পরিবহনে চালক ও যাত্রীরা বাংলানিউজকে বলেন, যানজটের কারণে নবীনগর-চন্দ্রা মহাসড়কটির বলিবদ্র বাজার থেকে বাইপাইল পৌঁছাতে তাদের প্রায় দেড়ঘণ্টা সময় লেগেছে।

একে তীব্র গরম তার ওপর যানবাহনের অতিরিক্ত চাপে ভোগান্তিতে পড়েছেন তারা। এতে করে গন্তব্যে পৌঁছতে তাদের অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।

এ ব্যাপারে বাইপাইল ট্রাফিক পুলিশ বক্সের দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, ‘আমি এখন হাসপাতালে রয়েছি। তাই সড়কের খবর জানি না। আপনি অন্য অফিসারের সঙ্গে কথা বলুন। ’

পরে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ‍(ওসি) আবুল হোসেনের মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বাংলাদেশে সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।