ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

খুলনায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৯, এপ্রিল ৬, ২০১৯
খুলনায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা: খুলনায় আর্মড পুলিশের নায়েক মাহমুদ আলমের বিরুদ্ধে তার স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাহমুদ আলমকে আটক করেছে পুলিশ। 

শনিবার (০৬ এপ্রিল) দুপুর ২টায় স্ত্রী জোয়ানা আকতার উষাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই জোয়ানা আকতার উষা মারা যান।

প্রতিবেশিরা জানায়, জোয়ানা আকতার উষার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। ছয় মাস আগে তাদের বিয়ে হয়। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। শুক্রবার (০৫ এপ্রিল) রাতে রান্না নিয়ে ঝগড়ার একপর্যায়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উষার পরিবারের সদস্যরা খুলনায় রওনা হয়েছেন।  

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, বাদামতলা এলাকার মনিরুল ইসলামের ভাড়া বাসায় থাকতেন মাহমুদ ও তার স্ত্রী। শুক্রবার রাতে রান্না করা খাবার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন মাহমুদ। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরেই ফেলে রাখা হয়। শনিবার দুপুরে প্রতিবেশিরা উষাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতের গলায় কামড়ের চিহ্ন রয়েছে। হত্যার কারণ খুঁজে বের করতে মরদেহ ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নায়েক মাহমুদকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এমআরএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।