ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

জাতীয়

কামারখন্দে কাভার্ডভ্যানচাপায় কলেজছাত্র নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, মার্চ ২১, ২০১৯
কামারখন্দে কাভার্ডভ্যানচাপায় কলেজছাত্র নিহত 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকায় কাভার্ডভ্যানচাপায় হৃদয় (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুই পথচারী। 

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন চার লেন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

হৃদয় বাজার ভদ্রঘাট গ্রামের হায়দার আলীর ছেলে ও ধুকুরিয়া কারিগরি কলেজের ছাত্র।

আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কেমিক্যালবাহী একটি কাভার্ডভ্যান ভদ্রঘাট বাজারের পশ্চিম পাশে তিন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। আহত দুই পথচারীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ বাংলানিউজকে জানান, কাভার্ডভ্যানচাপায় কলেজছাত্রের মৃত্যু হওয়ায় এলাকাবাসী ওই ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।  

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।