ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে আটক ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, মার্চ ২০, ২০১৯
অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে আটক ২ 

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে স্টিলের পাইপের ভেতরে করে অভিনব কায়দায় ২৪ হাজার ৩০০ পিস ইয়াবা পাচারকালে জসিম উদ্দিন (৩৪) ও মোশারফ হোসেন (৩৩) নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২০ মার্চ) সকালে টেকনাফ বিজিবি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জসিম গাজীপুরের জয়দেবপুর কলমেশ্বর এলাকার মুকুল আহমেদের ছেলে ও মোশারফ ফেনী সদরের চিলনিয়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

র‌্যাব-১৫ ব্যাটালিয়ানের টেকনাফ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহতাব বাংলানিউজকে জানান, টেকনাফ বিজিবি ক্যাম্প রোড দিয়ে ইয়াবা পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় স্টিলের চারটি পাইপের ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচার করার সময় হাতেনাতে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। পরে ওই পাইপের ভেতর থেকে ২৪ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।