ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়ির সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, মার্চ ২০, ২০১৯
খাগড়াছড়ির সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার হরতাল

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ একাংশের ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে।

সন্ত্রাসীদের ধরতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার আশ্বাসে ঘোষিত হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির জেলা শাখার সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম মাসুদ।
 
বুধবার (২০ মার্চ) সকালে সংগঠনটির জেলা কমিটির সহ সভাপতি নজরুল ইসলাম মাসুদের পাঠানো এক বিবৃতে এ তথ্য জানানো হয়।


 
এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৮ জনকে হত্যা, বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে হত্যা ও বাসন্তি চাকমাকে সংসদ সদস্য পদ থেকে অপসারণের দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এডি/এসএইচ​

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।