ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

কাপ্তাইয়ে বালুবাহী ট্রাক উল্টে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৪, মার্চ ২০, ২০১৯
কাপ্তাইয়ে বালুবাহী ট্রাক উল্টে নিহত ২

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বালু বোঝাই একটি ট্রাক উল্টে দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-মো. কবির (৩২) ও  মো. জাহাঙ্গীর (৫৫)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে বালু বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে কাপ্তাই আসছিল। পথে রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া নামক স্থানে এসে চালক  নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নামে একজনের মৃত্যু হয়।

স্থানীয়রা কবিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।  

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাহাঙ্গীর এবং কবিরের মরদেহ থানায় আনা হয়েছে। মরদেহ হস্তান্তরের জন্য তাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।