ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৮, মার্চ ১৯, ২০১৯
বরিশালে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: ট্রেড লাইসেন্স’র বকেয়া পরিশোধ না করায় দুই ইন্সুরেন্স কোম্পানিসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে নগরের সদর রোড ও কাঠপট্টি এলাকায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজ মাহমুদ জুয়েল এ  জরিমানা করেন।

বিসিসি’র ট্রেড লাইসেন্স শাখার তত্ত্বাবধায়ক মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, সিটি করপোরেশনের ১৩ হাজারের মতো ট্রেড লাইসেন্স রয়েছে।

এর মধ্যে চলতি বছরে এখন পর্যন্ত মাত্র ৫ হাজারের মতো ট্রেড লাইসেন্স নবায়ন হয়েছে।

বাকিদের নবায়নসহ বকেয়া পরিশোধের জন্য একাধিকবার নোটিশ এবং মাইকিংও করা হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা বিষয়টি কর্ণপাত করছেন না। আর তাই ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা শুরু করেছে বিসিসি’র ট্রেড লাইসেন্স শাখা।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার নগরের সদর রোডে পাইয়োনিয়ার ইন্সুরেন্স ও সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানিকে ৫ হাজার টাকা করে ১০ হাজার এবং কাঠপট্টি রোডের শোভা জুয়েলার্সের বরুন সাহাকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্টদের বকেয়া পরিশোধের পাশাপাশি নবায়ন করে ট্রেড লাইসেন্স জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিসি’র ওই কর্মকর্তা।

তিনি আরও জানান, বুধবার (১৮ মার্চ) থেকে তারা অভিযান শুরু করেছেন। প্রথমদিনে তিনটি দোকানে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। সপ্তাহের চারদিন করে অভিযান চলবে বলেও জানিয়েছেন ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট শহীদুল ইসলাম।

বাংলা‌দেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।