মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা বাংলানিউজকে জানান, ঢাকা-আরিচা মহাসড়কে আনুমানিক ৪৫ বছর বয়সের এক ব্যক্তিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়।
তবে নিহত ব্যক্তির পোশাক ও শারীরিক অবস্থা এবং স্থানীয়দের দেওয়া তথ্য মতে তিনি এক মানসিক ভারসাম্যহীন ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
কেএসএইচ/এএটি