ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ৩৬ সোনার বারসহ ২ ক্রু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৬, মার্চ ১৮, ২০১৯
শাহজালাল বিমানবন্দরে ৩৬ সোনার বারসহ ২ ক্রু আটক

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি সোনার বারসহ সৌদি এয়ারলাইন্সের দুই নারী ক্রুকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ।

রোববার (১৭ মার্চ) দিনগত রাতে আসা এসভি ৮০২ ফ্লাইটের ফারজানা আফরোজ (৩২) ও সায়মা আক্তার (৪০) নামে ওই দুই ক্রুকে আটক করা হয়। পরে তল্লাশির সময় একজনের কাছে ২৬টি ও অন্যজনের কাছে ১০টি সোনার বার পাওয়া যায়।

ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী বাংলানিউজকে বলেন, আমাদের অফিসাররা দু’জনকে তল্লাশি করে সোনার বার পায়। এই দু’জন এয়ার হোস্টেস সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০২ নম্বর ফ্লাইটে আসেন।

এ ঘটনায় কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ ও ১৯৭৪ অনুযায়ী মামলা হওয়ার পর দু’জনকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।