ঢাকা, বুধবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

জাতীয়

আমিনবাজারে ট্রাকচাপায় পাঠাও চালক নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, মার্চ ১৭, ২০১৯
আমিনবাজারে ট্রাকচাপায় পাঠাও চালক নিহত

সাভার (ঢাকা): সাভারের আমিনবাজারে ট্রাকচাপায় আবদুল ওয়ালিদ চৌধুরী (২৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

রোববার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন।  

এর আগে, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকার মীরপুর মফিদ-ই-আম স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল রাজধানীর পল্লবী থানা এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে। তিনি নিজের মোটরসাইকেল রাইড শেয়ারিং সার্ভিস ‘পাঠাও’র মাধ্যমে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতেন বলে জানায় পুলিশ।  

নিহতের বাবার বরাত দিয়ে পুলিশ জানান, শনিবার (১৬ মার্চ) রাতে সাভারের হেমায়েতপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আসেন আবদুল। সেখান থেকে রোববার সকালে রাজধানীর উদ্দেশে রওনা দেন। পথে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবদুলের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।

এসআই জামাল হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহটি উদ্ধার করে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।