শনিবার (১৬ মার্চ) দিনগত রাতে সাভারের ইমান্দিপুর ও হেমায়েতপুরের তেঁতুলঝোরা এলাকা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার (১৫ মার্চ) গভীর রাতে সাভারের ইমান্দিপুর এলাকার ভাড়া বাড়িতে নিজ কক্ষের পাশে আড়ার সঙ্গে গৃহবধূ সম্পাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।
এ ঘটনায় নিহতের স্বামী গার্মেন্টস শ্রমিক কাজল হোসেনকে আটক করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূর বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামরহুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে।
এদিকে একই সময় সাভারের তেঁতুলঝোড়ার ভরারী এলাকায় নিজ ভাড়া ঘরে গৃহবধূ এলিজার ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের লোকজন থাকায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বাংলানিউজকে বলেন, ময়না-তদন্তের পর বলা যাবে এ দু’টি হত্যাকাণ্ড না অন্য কিছু। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
মরদেহ দু’টি ময়না-তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
জিপি