ঢাকা, রবিবার, ২৬ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

জাতীয়

কাঁচপুর দ্বিতীয় সেতু খুলছে শনিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১১, মার্চ ১৬, ২০১৯
কাঁচপুর দ্বিতীয় সেতু খুলছে শনিবার কাঁচপুর দ্বিতীয় সেতু

নারায়ণগঞ্জ: বহুল প্রত্যাশিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত কাঁচপুর দ্বিতীয় সেতুর উদ্বোধন হতে যাচ্ছে।

শনিবার (১৬ মার্চ) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বেলা ১১টায় যানবাহন চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।

দ্বিতীয় সেতুটি চালু হলে আগামী ৫০ বছরেও এ মহাসড়কে যানজট থাকবে না বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সেতুটি বাস্তবায়ন করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর।

কাঁচপুর দ্বিতীয় সেতুর কাজ চলতি বছরের জানুয়ারিতে-ই শেষ হয়েছে। গত ১০ মার্চ সেতুটি উদ্বোধনের কথা জানিয়েছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে তিনি অসুস্থ হওয়ায় পিছিয়ে যায় উদ্বোধনের তারিখ।

৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুর কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতি সেতু দু’টি আসন্ন ঈদের আগেই চালু করা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর ফলে ঢাকা থেকে চট্টগ্রামে নির্বিঘ্নে যাতায়াত করা যাবে। সমাপ্তি ঘটবে এ মহাসড়কের দীর্ঘ দিনের যানজটের।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।