ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

জাতীয়

নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রীকে মোমেনের চিঠি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৫, মার্চ ১৬, ২০১৯
নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রীকে মোমেনের চিঠি

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটার্সকে পাঠানো এক শোকবার্তায় তিনি এ নিন্দা প্রকাশ করেছেন।

শুক্রবার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মোমেন নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী উইন্সটন পিটার্সকে পাঠানো চিঠিতে এ ঘটনায় নিহতের প্রতি গভীর শোক প্রকাশ করেন। একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

চিঠিতে মোমেন বলেন, বাংলাদেশ সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আসছে। এ ধরনের ঘটনাকে বর্বরোচিত বলেও উল্লেখ করেন মোমেন। সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও অনুরোধ করেন তিনি।

হামলার ঘটনায় শেষ খবর পর্যন্ত ৪৯ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরো ৪৯ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আর হামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। প্রধান হামলাকারী অস্ট্রেলিয়ান বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।