ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

সেবা দিয়ে প্রমাণ করতে হবে পুলিশ জনগণের বন্ধু: আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, মার্চ ৭, ২০১৯
সেবা দিয়ে প্রমাণ করতে হবে পুলিশ জনগণের বন্ধু: আইজিপি মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, নিরীহ লোকজনকে কোনোভাবেই হয়রানি করা যাবে না। দেশের মানুষকে সেবা দিয়ে প্রমাণ করতে হবে পুলিশ জনগণের বন্ধু। থানা হবে সেবার কেন্দ্রবিন্দু, মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা, ভয়ের নয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১২টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশকে যেভাবে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করা হয়েছে, ঠিক সেভাবেই মাদক মুক্ত করা হবে।

লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের  পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

এর আগে বেলুন, পায়রা উড়িয়ে ও ফিতা কেটে নবনির্মিত চন্দ্রগঞ্জ থানা ভবনের উদ্বোধন করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গণপূর্ত বিভাগের অর্থায়নে চারতলা বিশিষ্ট এ ভবনের নিমার্ণ ব্যয় হয় ২ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।