ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

কটিয়াদীতে ইয়াবাসহ ২ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৭, মার্চ ৭, ২০১৯
কটিয়াদীতে ইয়াবাসহ ২ মাদকবিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে, সকালে কটিয়াদী উপজেলার করগাঁও বাজার হাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন-কটিয়াদী উপজেলার পাঁচলিপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে মো. ফারুক (৪৩) ও একই উপজেলার করগাঁও বাজার হাটি এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে নূর মোহাম্মদ (২২)।

সন্ধ্যায় শোভন খান বাংলানিউজকে আরো জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।