ঢাকা, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

হোমিওপ্যাথিক ওষুধ পানে দুই যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৪, মার্চ ৬, ২০১৯
হোমিওপ্যাথিক ওষুধ পানে দুই যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় হোমিওপ্যাথিক ওষুধ পানে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (০৫ মার্চ) বিকেলে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।  

মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 

নিহতরা হলেন- মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের পছন্দ আলীর ছেলে শুকুর মাহমুদ (৪৩) এবং একই এলাকার হাজী মমতাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪২)।  

এসআই নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, মিঠামইন বাজারের সুজন হোমিও হল নামে একটি ওষুধের দোকান থেকে শুকুর ও জাহাঙ্গীর হোমিও ওষুধ পান করেন। এসময় দোকান মালিক সমীর সিংহ দোকানে ছিলেন না। পরে বিকেলে শুকুর ও জাহাঙ্গীর গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দু’জনের মৃত্যু হয়।  

এদিকে এ ঘটনার পর থেকে হোমিও হলের মালিক সমীর সিংহ আত্মগোপনে রয়েছেন বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ০৫২১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।