ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

ফের পুরান ঢাকায় বিস্ফোরণ, দগ্ধ ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৩, মার্চ ২, ২০১৯
ফের পুরান ঢাকায় বিস্ফোরণ, দগ্ধ ৩ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: পুরান ঢাকার চকবাজারে ভাঙারির একটি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- দোকান কর্মচারি নুরে আলম (৩১) সুমন খান (৩৫) ও সুমন (৩০)

শনিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধ নুর আলম বাংলানিউজকে জানান, বিকেলে চকবাজার কামালবাগ বেড়িবাঁধ সংলগ্ন ভাঙারির দোকানে  তারা দুজন ও মালিক সুমন খান ভাঙারি মালামাল একটি মেশিনে চাপ দেওয়ার সময় সেখানে বিস্ফোরিত হয়। এতে তারা তিনজন দগ্ধ হয়েছেন।

তিনি আরও জানান, ভাঙারির মালামালের মধ্যে ছিলো খালি স্প্রে করা রংয়ের বোতল, পারফিউমের খালি বোতলসহ বিভিন্ন ধরনের জিনিস। ধারণা করা হচ্ছে সেগুলো বিস্ফোরণের পর আগুনে তারা দগ্ধ হয়েছেন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্স (পরিদর্শক) বাচ্চু মিয়া বার্নের চিকিৎসকের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, তিনজনের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে গেছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ১০টার পর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আবাসিক ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিমান ও নৌবাহিনী। যোগ দেয় দু’টি হেলিকপ্টারও। প্রায় ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার পর অভিযানে ৬৭ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো চারজনের মৃত্যু হয়। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১জনে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।