ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

নতুন মাদক এমডিএমএ-আইস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৪, ফেব্রুয়ারি ২৮, ২০১৯
নতুন মাদক এমডিএমএ-আইস উদ্ধারকৃত নতুন মাদক এমডিএমএ ও আইস

ঢাকা: রাজধানীর জিগাতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এমডিএমএ ও আইস নামের নতুন মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

নতুন এ মাদকের মূলহোতা পলাতক থাকলেও এর সঙ্গে জড়িত জাহাঙ্গীর আলম (৫৯) নামে একজনকে আটক কর‍া হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) জিগাতলার ৭/এ নম্বর সড়কের ৬২ নম্বর বাসা থেকে নতুন এই মাদক উদ্ধার করা হয়।

অভিযানে ওই ভবনের বেজমেন্টে মাদক তৈরির অত্যাধুনিক ল্যাবরেটরির সন্ধান পেয়েছে সংস্থাটি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (উত্তর) খুরশীদ আলম বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর ও ইস্কাটন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে মোহাম্মদপুর এলাকা থেকে ৫ গ্রাম আইস পিল উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে জিগাতলার ওই বাসায় মাদক তৈরির ল্যাবের সন্ধান পাওয়া গেছে। ওই ল্যাব থেকে নতুন মাদক আইস ও এমডিএমএসহ মাদক তৈরির বিভিন্ন উপাদান ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

উচ্চক্ষমতাসম্পন্ন মস্তিষ্ক বিকৃতিকারক ওষুধের (সিউডোএফিড্রিন) প্রস্তুতের প্রয়োজনীয় সরঞ্জাম (ডিস্টিলেশন চেম্বার) ওই ল্যাবে ছিল বলেও জানান তিনি।

‘আইস’ লবণের মতো দানাদার জাতীয় এবং এমডিএমএ ট্যাবলেট জাতীয় মাদক। প্রত্যেকটিই উচ্চমাত্রার মাদক যা সেবনের পর মানবদেহে উত্তেজনার সৃষ্টি করে। বাংলাদেশে প্রথমবারের মতো এ মাদক জব্দ করা হয়েছে।

খুরশিদ আলম আরো বলেন, এ চক্রের মূলহোতা হাসিব মোয়াম্মার রশিদ (৩২) পলাতক রয়েছেন। তাকে আইনের আওতায় আনতে এবং সে যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।