ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

রাঙ্গাবালীতে ধান বোঝাই ট্রলারডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
রাঙ্গাবালীতে ধান বোঝাই ট্রলারডুবি

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ঝড়ের কবলে পড়ে এক হাজার ৪০০ মণ ধান নিয়ে একটি ট্রলার ডুবে গেছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার আগুনমুখা নদীতে এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, বিকেল ৪টায় উপজেলার কোড়ালিয়া খেয়াঘাট থেকে এক হাজার ৪০০ মণ ধান নিয়ে ‘মা ফাতেমা’ নামে একটি ট্রলার গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়।

পথিমধ্যে বিকেল ৫টার দিকে আগুনমুখা নদী পাড়ি দেওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে ধান বোঝাই ট্রলারটি ডুবে যায়। তবে ট্রলারটিতে থাকা মাঝিসহ দুই ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ডুবে যাওয়া ধানের মালিক উপজেলার বাহেরচর বন্দর ব্যবসায়ী রুস্তুম আলী ফকির বাংলানিউজকে বলেন, ধানসহ ডুবে যাওয়া ট্রলারের হদিস পাওয়া যায়নি। প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি উদ্ধারের কাজ করা যাচ্ছে না। বুধবার উদ্ধার কাজ আবারও শুরু করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।