ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

পরিবেশ দুর্নীতি: দুদকের হস্তক্ষেপে অভিযান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৩, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
পরিবেশ দুর্নীতি: দুদকের হস্তক্ষেপে অভিযান

ঢাকা: ময়মনসিংহে বিষাক্ত বর্জ্য ফেলে কৃষিজমি ধ্বংস এবং লালমনিরহাটে অবৈধ মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) হস্তক্ষেপে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুদকের হস্তক্ষেপে এ অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন।

দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, ময়মনসিংহের ভালুকায় 'এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলস অ্যান্ড ডাইং মিলস’ থেকে বের হওয়া বর্জ্যের দূষিত পানিতে গ্রামের শতশত কৃষকের বোরো ধান নষ্ট   হয়ে যাচ্ছে, এমন অভিযোগ দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) এলে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী পরিবেশ অধিদফতর এবং স্থানীয় প্রশাসনকে   অভিযান পরিচালনার এ নির্দেশনা দেন।  

স্থানীয় প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদফতরের সমন্বিত টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পায়, ওই টেক্সটাইল মিলের বর্জ্যপানি নিঃসৃত করায় ওই এলাকার ৩-৪ কি. মি. এলাকা জুড়ে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।  

এ কারখানায় বর্জ্য পরিশোধন ব্যবস্থা অকার্যকর পায় অভিযানকারী দল। তাৎক্ষণিক দূষণকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় দুদক।

অপরদিকে লালমনিরহাটে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন তৎপরতা বন্ধ করেছে প্রশাসন।  

দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গঠিত টিম ওই এলাকায় অবৈধ বোমামেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালায়।  

প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে বোমামেশিন জব্দ করা হয়।

এ অভিযানগুলো প্রসঙ্গে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, পরিবেশকেন্দ্রিক দুর্নীতির কারণে দূষণের ভয়াবহতা বাড়ছে। দুদক এ দুর্নীতির বিরুদ্ধেই মূলতঃ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।