ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

খুলনায় আবাসিক হোটেল থেকে  আটক ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৪, ফেব্রুয়ারি ২৭, ২০১৯
খুলনায় আবাসিক হোটেল থেকে  আটক ৪ ছবি : প্রতীকী

খুলনা: খুলনা মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে চারজনকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মহানগর গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে 
এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদরের সুন্দরবন আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে চারজনকে আটক করা হয়। আটকদের মধ্যে দুই জন পুরুষ ও দুইজন নারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 
বাংলাদেশ সময়:  ১৯০৩ ঘণ্টা,  ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এমআরএম/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।