ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

শহরের ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নত করা হবে: মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০০, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
শহরের ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নত করা হবে: মেয়র লিটন ড্রেনেজ নির্মাণ কাজ পরিদর্শন করছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: শহরের ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নত করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর ২১নং ওয়ার্ডের অধীন শিরোইল বাসস্ট্যান্ড এলাকার ড্রেনেজ নির্মাণ কাজ পরিদর্শনকালে এ কথা জানান মেয়র।

কাজ পরিদর্শনকালে নির্মাণ করা ড্রেনের ওপর নিজেই হাতুড়ি এবং হ্যাম্বার মেরে কাজের মান পরীক্ষা করেন মেয়র।

এছাড়া কাজের গুণগত মান ও অগ্রগতির বিষয়ে খোঁজ-খবর নেন মেয়র।

মহানগরী শহীদ এএইচএম কামারুজ্জামান বাসস্ট্যান্ড ও শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় ড্রেন নির্মাণ করছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তোজাম্মেল হোসেন বাবলু, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কামাল হোসেন রবি, যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি আক্বাস আলী ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।