ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদ ময়মনসিংহে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদ ময়মনসিংহে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের শিক্ষকরা।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, আনন্দমোহন কলেজ ইউনিটের আয়োজনে কলেজের প্রধান ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্য আজহারুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সরকারি আনন্দমোহন কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিক, উপাধ্যক্ষ অধ্যাপক নূরুল আফসার, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব ও কলেজের গণিত বিভাগের অধ্যাপক আমির হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আমানউল্লাহ আমান প্রমুখ।

 

এসময় বক্তারা ড. আনোয়ারুল ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

গত শনিবার (২৩ ফেব্রুয়ারি) নিজ কক্ষে মুখোশধারী সন্ত্রাসীদের হামলার শিকার হন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ারুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।