ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
রাজশাহীতে ফেনসিডিলসহ বিক্রেতা আটক ফেনসিডিলসহ আটক আরশালীন বিজিবি হেফাজতে। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর চর খোলাবোনা সীমান্ত এলাকা থেকে ৩৫ বোতল ফেনসিডিলসহ আরশালীন (২৩) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আরশালীন রাজশাহী মহানগরের দামকুড়া এলাকার মোবাশ্বের আলীর ছেলে।

 

বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ব্যাটালিয়নের মাজারদিয়ার বিওপি’র সুবেদার রফিকুল ইসলাম এবং বিশেষ টাস্কফোর্সের সহযোগিতায় চারজনের একটি বিশেষ টহল দল ওই অভিযান পরিচালনা করে। এ সময় ৩৫ বোতল ফেনসিডিলসহ আরশালীনকে আটক করা হয়।  

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দামকুড়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান কর্নেল তাজুল।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।