ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

চিকিৎসাধীন অবস্থায় চুড়িহাট্টায় দগ্ধ আনোয়ারের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৬, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
চিকিৎসাধীন অবস্থায় চুড়িহাট্টায় দগ্ধ আনোয়ারের মৃত্যু চুড়িহাট্টা অগ্নিকাণ্ড। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় কয়েকটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রিকশাচালক আনোয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৫ ফ্রেরুয়ারি) রাত ১০টা ১৫ মিনিটের দিকে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের সমন্বয়কারী ডা. সেমন্ত লাল সেন।

তিনি জানান, রাত ১০টা ১৫ মিনিটের দিকে আনোয়ার হোসেন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। তবে তিনি তার স্ত্রী হাজেরা, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কামরাঙ্গীরচর ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আনোয়ার হোসনের মৃত্যুতে চকবাজারের অগ্নিকাণ্ডে মোট মৃত্যের সংখ্যা দাড়ালো ৬৮ জনে।

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এজেডএস/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।