ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

রাষ্ট্রপতির ভাষণ একপেশে, বললেন চুন্নু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৭, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
রাষ্ট্রপতির ভাষণ একপেশে, বললেন চুন্নু

জাতীয় সংসদ ভবন থেকে: একাদশ জতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া রাষ্টপতির ভাষণকে একপেশে বলে দাবি করেছেন বিরোধীদল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য (এমপি) মুজিবুল হক চুন্নু।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।  

এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর  সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়।

 

রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণটি আমি ভালোভাবে পড়েছি। কিন্তু ভাষণটিকে স্বতস্ফূর্তভাবে সমর্থন করতে পারছি না। কারণ আমার মনে হয়েছে রাষ্ট্রপতির ভাষণটি একপেশে। ’ 

‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সমর্থন করে ভাষণে তুলে ধরা হয়েছে। কিন্তু দেশে অনেক সমস্যা আছে সেগুলোর কথা বলা হয়নি। এই সমস্যাগুলো তুলে ধরে তা কিভাবে সমাধান করা যায় তার একটা রোডম্যাপ রাষ্ট্রপতির ভাষণে থাকলে আমরা বিরোধী দল সর্বসম্মতভাবে সমর্থন করতে পারতাম। কিন্তু আমরা সেটা করতে পারছি না। ’

তিনি বলেন, ‘দেশে লাখ লাখ বেকার তরুণ রয়েছে। এই বেকার তরুণদের বেকারত্ব দূর করতে কি করা যায় সে বিষয়ে যদি রাষ্ট্রপতির ভাষণে দিক-নির্দেশনা থাকতো তাহলে ভালো হতো। ’ 

ব্যাংক খাতের লুটপাটের অভিযোগ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন গত সরকারের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থা আজ ভালো নেই। এখন অর্থনৈতিক রক্তক্ষরণের নাম ব্যাংক। ব্যাংক খাতের উপর এখন একক নিয়ন্ত্রণ বেসরকারি ব্যাংক খাতের মালিক সংগঠনের।  

‘ব্যাংকের টাকা লুটপাটকারীদের দেখি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিতে। পত্র-পত্রিকায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের ছবি ছাপা হয়। এটা যদি হয় তাহলে কিভাবে দুনীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি ছাপা হওয়ার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে, ব্যবস্থা নিতে তারা কিভাবে সাহস পাবে! ন্যায় বিচারের স্বার্থে এটা হওয়া উচিত নয়। ’
 
সম্প্রতি রাজধানীর চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টদের দায়ী করে চুন্নু বলেন, পুরানো ঢাকায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। কিন্তু কোনো প্রতিকারের ব্যবস্থা নেয়া হচ্ছে না। এখানে যে সমস্যাগুলো রয়েছে তা নিরসনে সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্টরা উদাসীন ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯ 
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।