ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় গোলাম রাব্বানী নামে এক নৈশ প্রহরীকে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিচারক বেগম মমতাজ পারভীন এ রায় দেন। এ মামলায় ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা শাহী পাড়ার মৃত কছের আলীর ছেলে সিদ্দিক, হিন্দা কসবা গ্রামের আব্দুল ওহাবের ছেলে দিলবর ও একই গ্রামের বাসিন্দা মৃত আহাদ মণ্ডলের ছেলে মোশারফ।

খালাসপ্রাপ্তরা হলেন- রেজাউল, কিনকিন, মোহসিন, রাইহান ও আনোয়ারুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ আগস্ট রাতে হিন্দা গ্রামে একটি পুকুর পাহারা দিচ্ছিলেন দরিদ্র ভটভটি চালক গোলাম রাব্বানী। ওই রাতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। পরে তার বাবা মোফাজ্জল হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯ আপডেট: ১৫৩৪ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।