ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

মহেশখালীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
মহেশখালীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে বজ্রপাতে রাজিব (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রাজিব কেরুনতলী এলাকার মো. মফিজুর রহমানের ছেলে। সে হোয়ানক আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলো।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আওয়ামী লীগ নেতা মো. জাফর আলম ও সাংবাদিক ফরিদুল আলম বাংলানিউজকে জানান, সকালে বৃষ্টি শুরু হলে মইগ্যা ঘোনা এলাকায় নিজেদের লবন মাঠে প্লাস্টিকের শিট বিছিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় রাজিব। এ সময় বজ্রপাতে পথেই তার মৃত্যু হয়।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।