ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

খুলনায় ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
খুলনায় ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনা: খুলনার রূপসা উপজেলা থেকে ইমরান বেয়ারা (৪০) নামের এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম নন্দনপুর মজুমদার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইমরান রূপসার শ্রীফতলা গ্রামের ইউসুফ বেয়ারার ছেলে।

পুলিশ সুপার মো. আনিচুর রহমান (জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে) বাংলানিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এলাকাবাসী জানান, সকালে পশ্চিম নন্দনপুর মজুমদার রাস্তার পাশে গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। পরে নিহত ইমরানের চাচাতো ভাই তারেক তার পরিচয় নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।