ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

গাজীপুরে আবাসিক হোটেল থেকে আটক ৩৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
গাজীপুরে আবাসিক হোটেল থেকে আটক ৩৭

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে দু’টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৭ জন তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকায় দু’টি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।

এসময় অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১০ জন তরুণ ও ২৭ জন তরুণীকে আটক করা হয়।  

পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল কর্তৃপক্ষ আগেই পালিয়ে যায়। আবাসিক হোটেল দু’টি নামহীন ছিল। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার (২৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।