ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৩, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজুল ইসলাম (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের সাতমেড়া জেমকন গ্রুপের পাশে এ দুর্ঘটনা ঘটে। রিয়াজুল পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার আছিম উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শী জমির উদ্দীন বাংলানিউজকে জানান, রিয়াজুল তেঁতুলিয়া উপজেলায় তার শ্বশুর বাড়িতে থাকতেন। বিকেলে ট্রাকে পাথর লোড করে তার ওপর উঠে পাথর ঠিক করতে গেলে অসাবধানতায় উপরে থাকা বৈদ্যুতিক তারে লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তৌহিদুল ইসলাম মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।