ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

আলাউদ্দিন আলীসহ ৪ জনকে প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, ফেব্রুয়ারি ৩, ২০১৯
আলাউদ্দিন আলীসহ ৪ জনকে প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা অনুদানের চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: পিআইডি

ঢাকা: বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলীকে চিকিৎসা সহায়তা হিসেবে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাউদ্দিন আলী বর্তমানে রাজধানীর একটি হসপিটালে লাইফ সাপোর্টে আছেন। 

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক নেন তার স্ত্রী মিমি আলাউদ্দিন।

চেক নিচ্ছেন আলাউদ্দিন আলীর স্ত্রী-সন্তানএকইসময়ে সংগীত শিল্পী আকবর আলী গাজীকে চিকিৎসার জন্য দেন ২০ লাখ টাকার অনুদান।

এছাড়া নানাবিধ রোগে আক্রান্ত বদিউজ্জামান সর্দার ও মানসিক রোগে আক্রান্ত তার এক ছেলের চিকিৎসার জন্য অনুদান হিসেবে ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়।
 
রাজবাড়ীর খন্দকার কানিজ ফাতেমার চিকিৎসার জন্য ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে এ তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।