ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

নোয়াখালী ভিসা সেন্টারে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, ফেব্রুয়ারি ৩, ২০১৯
নোয়াখালী ভিসা সেন্টারে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার

নোয়াখালী: নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যিককেন্দ্র চৌমুহনীতে ইন্ডিয়ান ভিসা সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা।

রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রতিনিধি দলসহ তিনি চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের নিচ তলায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার পরিদর্শন করেন।

এসময় আদর্শ সোয়াইকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নোয়াখালীর আর্থ-সামাজিক অবস্থার প্রশংসা করে বলেন, নোয়াখালীর মানুষের সহজে প্রতিবেশী দেশ ভারতে যাতায়াত করতে এ সেন্টার উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

সাধারণ মানুষের চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও ভ্রমণের জন্য এ সেন্টার থেকে সহজেই সেবা নিতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী আবদুল ওহাব কচি, জামাল উদ্দিন রানা, মিজানুর রহমান খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।