ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

মেহেরপুরে লেগুনা থেকে পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩১, ফেব্রুয়ারি ১, ২০১৯
মেহেরপুরে লেগুনা থেকে পড়ে নারীর মৃত্যু

মেহেরপুর: মেহেরপুর ওয়াপদা মোড় এলাকায় চলন্ত লেগুনা থেকে পড়ে রেবেকা খাতুন (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাতে ওই মোড়ের কাটাইখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেবেকা গাংনী উপজেলার সহোগলপুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে জানান, রাতে মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে ওই নারী লেগুনাতে চড়ে ওয়াপদা মোড় এলাকার দিকে আসছিলেন। পথে খারাপ রাস্তার জন্য ঝাঁকিতে তিনি হঠাৎ লেগুনা থেকে ছিটকে পড়ে যান রাস্তার ওপর। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।