ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সৈয়দপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় কলেজছাত্রের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৭, ফেব্রুয়ারি ১, ২০১৯
সৈয়দপুরে ছাত্রীকে উত্ত্যক্ত করায় কলেজছাত্রের কারাদণ্ড

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ১০ম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহাঙ্গীর আলম (২০) নামে এক কলেজছাত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া এ দণ্ড দেন।  

জাহাঙ্গীর আলম বাঙালিপুর ইউনিয়নের লক্ষ্মণপুর বালাপাড়া গ্রামের মাংস ব্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে।

তিনি কামারপুকুর ডিগ্রি কলেজের বিএ ক্লাসের ছাত্র।

পুলিশ জানায়, স্কুলে যাওয়া আসার সময় ওই ছাত্রীকে প্রায় উত্ত্যক্ত করতো জাহাঙ্গীর। এ ঘটনায় ছাত্রীটির পরিবার থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকালে পুলিশ তাকে আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম গোলাম কিবরিয়া বখাটে ওই ছাত্রকে দণ্ডবিধি ১৮৬০ সালের ৫০৯ ধারায় ছয় মাসের কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।